Tuesday, September 23, 2014

প্রবাসে পূজোর স্বাদ

পুজোর সময় কলকাতা যাওয়ার জন্য ব্যাকুলতা আর নেই, ছোটবেলার যেসব বন্ধুদের সাথে পুজো কাটতো সেইসব বন্ধুদের অনেকেই আজ কলকাতায় নেই, নেই এখানে সকালের সেই চেনা হিমেল হাওয়া, নেই বর্ষার ঘন কালো মেঘ কেটে গিয়ে নীল ক্যানভাসে পেঁজা তুলো। কলকাতার পুজোর অনেক কিছুই এখানে নেই। তবু যা আছে সেটা দিয়েই মনকে বোঝাতে হয়, মন ভরাতে হয়। আর ধীরে ধীরে সময়ের সাথে সাথে মিস্‌ করাগুলোর সাথে আপস ও হয়ে যায়। পাওয়া যায় নতুন বন্ধু, পাওয়া যায় নতুন পুজো। এখন আর পুজোর সময় কেউ কলকাতা গেলে, নিজে যেতে পারছিনা বলে মন খারাপ হয় না, বরং উল্টে এটা মনে হয় যে 'এমা, অমুক তো আমাদের হায়দ্রাবাদ এর পুজোটা এবার মিস করবে'। ভগবান, পুজো মণ্ডপ, পুরোহিত - এসব তো নিমিত্ত মাত্র। উৎসব এর প্রাসঙ্গিকতাই তো পরিবার-পরিজন-বন্ধু-বান্ধব কে নিয়েই. আগামী চারটে দিন তাই শুধু হই, হুল্লোড়, খাওয়া দাওয়া, চেঁচা মিচি, ঠাকুর দেখা আর ভেসে যাওয়া। আর গত এক মাসে মর্নিং ওয়াক করে যে ২ কিলো চর্বি ঝরিয়েছি, সেটাকে সুদে আসলে উসুল করে নেয়া। কলকাতায় নয়ত তাতে কি যায় আসে, এটা তো গ্লোবালাইজেসান এর সময়। ৪টে বাঙালি আর ১টা দুর্গা পুজো, প্রাণ ভরে হাসতে এর থেকে বেশি আর কিছু লাগে কি। শুভ মহালয়া… সবাই কে নিয়ে আনন্দ করুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। পুজো আপনাদের সবার ভালো কাটুক…

No comments:

Post a Comment

Hi:-)
Thanks for dropping by. Please leave your mark, it keeps me going :-)

Related Posts Plugin for WordPress, Blogger...