Tuesday, October 7, 2014

Flipkart এর ডিগবাজি

কালকে খুব জোর বেচে গেছি। এমনিতে সকাল সকাল উঠে ঈদের নামায পড়ে ঘুম ঘুম পাচ্ছিল। তো নামায পড়ে ফিরে আত্মীয় স্বজনদের শুভেচ্ছা জানিয়ে ভাবলাম একটু ঘুমিয়ে নেই। গত কয়েকদিন পুজোর ব্যাস্ততার জন্য কাগজ বা টিভি তেমন দেখা হয়নি, এই সব বিলিয়ন ডে হেন তেন আমার আইডিয়া ছিল না। হটাৎ দেখি কে যেন ধাক্কা দিয়ে ঘুম ভাঙ্গিয়ে দিল আর আবছা আবছা কানে এলো মোটো ই আর মোটো এক্স প্রায় ৫০% ডিস্কাউন্ট এ বিক্রি হচ্ছে। অন্য কেউ হলে সকালের কাঁচা খিস্তি আর গোটা দুয়েক লাথি তো বাঁধা ছিল, কিন্তু ঈদ এর দিন বলেই হয়ত আল্লাহ একটু মেহেরবান ছিলেন আমার উপরে। সেই আধ খোলা চোখ দিয়েও ভাগ্যিস দেখতে পেয়েছিলাম সামনে কে বসে আমাকে এই সকাল সকাল এমন অবিশ্বাস্য সুখবর গুলো দিচ্ছেন। অগত্যা উঠে বসে কাগজের পাতায় একটু চোখ রাখলাম। দেখি স্যামসাং ট্যাবলেট এর অরিজিনাল মূল্য ৫ ডিজিট, আর ডিস্কাউন্টেড মূল্য ওই ৫ ডিজিট এর শেষের শূন্যটা বাদ দিয়ে বাকি ৪ ডিজিট। এরকম আরো ৩-৪টে নমুনা দেখে ভাবলাম হয় চোখের ভুল, নয়তো প্রিন্টিং এর নয়তো কোথাও কিছু একটা। আর তা ছাড়া পুজো, ঈদ আর সামনে একটা পারিবারিক অনুষ্ঠানের ঠেলায় পকেট একেবারে গড়ের মাঠ, অগত্যা ঘুমাতেই গেলাম। ভাগ্যিস…

No comments:

Post a Comment

Hi:-)
Thanks for dropping by. Please leave your mark, it keeps me going :-)

Related Posts Plugin for WordPress, Blogger...